মাদারীপুর প্রতিনিধি : “জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” এই স্লোগানকে সামনে রেখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্ববধানে মাদারীপুরের রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১২ আগস্ট ২০২০) আছমত আলী খান অডিটোরিয়ামে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে রাজৈর ইউএনও সোহানা নাসরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া,মাদারীপুর-২ আসনের এম.পির স্থানীয় প্রতিনিধি ও মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম ফুয়াদ,মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মাদ মুস্তাফিজুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল,রাজৈর প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল মতিন,রাজৈর সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও রাজৈর নিউজের প্রকাশক ও সম্পাদক ই.এইচ ইমন প্রমুখ ।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment