মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সড়কে শতভাগ মাস্ক পড়া বাধ্যতামূলক করতে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে বুধবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে পরিচালিত হয় এই ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সড়কে যাত্রী ও চালকদের শতভাগ মাস্ক পড়া নিশ্চিত করেন। যারা মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন তাদের মাস্ক পড়িয়ে সর্তক করা হচ্ছে। এছাড়া উপজেলাগুলোতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্তক করা হয়। এদিকে মাস্কছাড়া বাইরে বের হওয়ায় ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সানজিদা ইয়াসমিন। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সানজিদা ইয়াসমি বলেন, ‘করোনা থেকে সুরক্ষা জন্য আমাদের সব শ্রেণি পেশার মানুষের মধ্যে মাস্ক পড়া শতভাগ নিশ্চিত করতে হবে। এ ছাড়া সামাজিক দূরত্ব নিশ্চতসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। কিন্তু আমরা দেখেছি মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা একদমি কম। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা জরিমানা ও সচেতন করে যাচ্ছি।’
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment