দেশের বাজারে স্যামসাংয়ের বাঁকানো ডিসপ্লের মনিটর !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 22, 2015

দেশের বাজারে স্যামসাংয়ের বাঁকানো ডিসপ্লের মনিটর !!!!!


কম্পিউটার ব্যবহারকারীদের জন্য দেশের বাজারে প্রথমবারের মতো এসেছে স্যামসাংয়ের এলএস২৭ডি৫৯০সিএস মডেলের ২৭ ইঞ্চি কার্ভড মনিটর।

বিশাল স্ক্রিনের বাঁকানো বা কার্ভড টেলিভিশন অনেকেই দেখেছেন। তবে কম্পিউটার মনিটরে এ ধরনের কার্ভড প্রযুক্তি এতদিন ব্যবহৃত হয়নি। সাম্প্রতিক সময়ে প্রথমবারের মতো কার্ভড প্রযুক্তির ২৩.৬ ইঞ্চি, ২৭ ইঞ্চি এবং ৩২ ইঞ্চি স্ক্রিনের তিনটি কম্পিউটার মনিটর উন্মোচন করেছে স্যামসাং।

এর মধ্যে বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের এলএস২৭ডি৫৯০সিএস মডেলের ২৭ ইঞ্চির স্ক্রিনের কার্ভড মনিটরটি নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

৩০০০:১ মেগা ডায়নামিক কনট্রাস্ট রেশি সম্পন্ন এই মনিটরে রয়েছে ১৭৮ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল, ৪ মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং ৬০ হার্জ ফ্রিকোয়েন্সি। হাইডেফিনিশন এই মনিটরটির রেজ্যুলুশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল এবং প্রোডাক্ট ডাইমেনশন ২৪.৫৪ ইঞ্চি বাই ১৪.৪০ ইঞ্চি বাই ২.৩৪ ইঞ্চি।

স্মার্ট টেকনোলজিস সূত্রে জানা গেছে, স্যামসাংয়ের নতুন কার্ভড মনিটর চোখেন জন্য আরামদায়ক এবং চোখেন জন্য ক্ষতিকর নীল রশ্মি বিচ্ছুরণ করে না। ফলে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলেও চোখের যন্ত্রণা অনুভূত হবে না। এ ছাড়া ব্যবহৃত হয়েছে ফ্লিকার ফ্রি টেকনোলজি। ফলে এই মনিটর দীর্ঘক্ষণ নেট ব্রাউজ ও গেইমিংয়ের উপযোগী।

৩ বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধাসহ মনিটরটির দাম রাখা হয়েছে ৩৮ হাজার টাকা। আরো জানতে যোগাযোগ: ০১৭৩০৩১৭৭৯২।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here