ছবিঃ চট্টগ্রামের ভাটিয়ারী শিপইয়ার্ড |
হলিউডি ছবি ‘অ্যাভেঞ্জাসর্: এইজ অফ আলট্রন’-এর কিছু দৃশ্যের চিত্রধারণ করা হয়েছে বাংলাদেশে। সদ্য প্রকাশিত ছবিটির ট্রেইলারে বাংলাদেশের কিছু দৃশ্য দেখা যায়।
ছবির বেশ কয়েকটি দৃশ্য ধারণ করা হয়েছে চট্টগ্রামের ভাটিয়ারী শিপইয়ার্ডে। ইন্টারনেট মুভি ডাটাবেইস ও আইএমডিবিতেও ছবিটির দৃশায়নের স্থান হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ আছে।
বাংলাদেশ ছাড়াও ছবিটির বাকি অংশের শুটিং হয়েছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও ইতালিতে।
আয়রন ম্যান, ক্যাপটেইন আমেরিকা, থর, দ্য হাল্ক, ব্ল্যাক উইডোর সঙ্গে এই সিনেমায় যুক্ত হয়েছেন মারভেলের আরও দুই কমিক হিরো – কুইকসিলভার আর স্কারলেট উইচ। তবে অ্যাভেঞ্জারদের দলে নয় তারা থাকবেন আলট্রনের পাশে।
‘দ্য অ্যাভেঞ্জারস’ এইজ অফ আলট্রন’ পরিচালনা করেছেন জশ হোয়েডেন। আর এতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভানস, স্কারলেট জোহানসন, ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রাফালো, জেরেমি রেনার, স্যামুয়েল এল জ্যাকসনসহ আরও অনেকে।
No comments:
Post a Comment