অবশেষে ষষ্ঠ রাউন্ডে এসে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে গেল লিজেন্ডস অব রুপগঞ্জ। বৃহস্পতিবার বিকেএসপির ৩ নম্বর মাঠে ৫ উইকেটে হার মানে গাজী ট্যাংক বাদ দিয়ে নতুন নামধারণ করা ক্লাবটি। তার আগে টানা পাঁচ ম্যাচের সবকটিতেই জয় তুলে নেয় রুপগঞ্জ।
৪ নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে প্রাইম ব্যাংক। ফতুল্লায় জয়ের ধারা ধরে রাখতে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কলাবাগান ক্রিকেট একাডেমীর কাছে তারা হেরেছে ৯৬ রানে।
ব্রাদার্স-রুপগঞ্জ
তারকায় খচিত রুপগঞ্জ দল এদিন ৪৯.১ওভারে ১৯২ রানেই গুটিয়ে যায়। ৮৭ বলে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন মোশাররফ হোসেন। বাকিদের মধ্যে ওপেনার জহুরুল ইসলামের ব্যাট থেকে এসেছে ৪৪ রান। ২১ রানে ৩ উইকেট নিয়েছেন আসিফ হাসান। জবাবে জো ডেনলি (৫১) এবং নিজামুদ্দিনের (৫১) জোড়া ফিফটিতে ৪৭.২ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় ব্রাদার্স। ২৭ রানে ২ উইকেট নিয়েছেন মোশাররফ।
প্রাইম ব্যাংক-প্রাইম দোলেশ্বর
ডাইড মালানের ৭০, রনি তালুকদারের ৩৪, আসিফ আহমেদের ২৪ রানের ওপর ভর করে ৪৮ ওভারে অলআউট হওয়ার আগে দোলেশ্বর স্কোরবোর্ডে তোলে ১৯০। ৩৭ রানে ৪ উইকেট নিয়েছেন এনামুল জুনিয়র। জবাবে সৌম্য সরকারের ৫৫, শুভগত হোমেন ৫১*, তাইবুর রহমানের ৪২* রানের সৌজন্যে ৪৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই জয় পেয়ে যায় প্রাইম ব্যাংক। ৫৩ রানে ২ উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment