নাটোর সদর উপজেলার সুলতানপুর থেকে প্রায় ১৩৮ কেজি ওজনের একটি কষ্টিপাথরের কালী মূর্তিসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
জব্দ করা মূর্তিটির মূল্য প্রায় ৭ কোটি টাকা হবে বলে ধারণা করছে র্যাব।
শুক্রবার দুপুরে নাটোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে র্যাব-৫-এর সিপিসি-২ বাঘমারা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল আটকের বিষয়টি জানান।
তিনি জানান, নাটোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের মহসিন আলী ও তার পিতা শাহাজান মিয়া প্রায় ১০ মাস আগে পুকুর খনন করার সময় একটি কষ্টিপাথরের কালী মূর্তি পান। পরে তারা মূর্তিটি বিক্রির জন্য তাদের হেফাজতে রাখে। এরই সূত্র ধরে ক্রেতা সেজে র্যাব-৫ এর একটি দল মূর্তিটি কিনতে যায়।
এ সময় মূর্তিটি তাদের দেখালে র্যাবের সদস্যরা শাহাজান মিয়া ও তার ছেলে মহাসিন আলীকে আটক করে। এর পর রাজশাহী বরেন্দ্র যাদুঘরের বিশেষজ্ঞ ও স্বর্ণকার দ্বারা পরীক্ষা করে নিশ্চিত হন এটি কষ্টিপাথরের কালী মূর্তি। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি টাকা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment