একই উৎসবে বাবা-মেয়ের চলচ্চিত্র !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, December 14, 2014

একই উৎসবে বাবা-মেয়ের চলচ্চিত্র !!!!!


নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর মেয়ে শিরোপা পূর্ণা এখনও কৈশোর পেরোননি। বয়স মাত্র ১৬। এ বয়সেই পরিচালক হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। শুধু তাই নয়, তার চলচ্চিত্র আবার আন্তর্জাতিক উৎসবে মনোনীতও হয়েছে। একই উৎসবে থাকছে বাবা খালিদ মাহমুদ মিঠুর ছবিও।

২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এতে দেখানো হবে বাপ-মেয়ের চলচ্চিত্র। উৎসবের প্রথম দিন স্থানীয় সময় রাত ৭টা ১৫ মিনিটে প্রদর্শিত হবে খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’। ২৩ ডিসেম্বর সকাল ১১টা শিরোপা পূর্ণার জন্য। দেখানো হবে তার ছবি ‘আওয়ার বোট ইজ আওয়ার এড্রেস’।

চলচ্চিত্র ছাড়াও উৎবটিতে থাকছে সংগীত ও শিল্পকলা প্রতিযোগিতা। এ বিভাগে খালিদ মাহমুদ মিঠুর ‘বিশ্রাম’ শিরোনামের একটি চিত্রকলাও মনোনীত হয়েছে।

এ খবরে বাবা-মেয়ে দু’জনই অনেক খুশি। উৎসবে যোগ দিতে মিঠু, পূর্ণা, ‘জোনাকির আলো’র পোশাক পরিকল্পনাকারী কনকচাঁপা চাকমা, সহকারী আর্য শ্রেষ্ঠসহ ৬ সদস্যের একটি দল ১৯ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবেন।

‘জোনাকির আলো’ ও ‘আওয়ার বোট ইজ আওয়ার এড্রেস’ ছাড়াও দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে শহিদুজ্জামান বাদলের প্রামাণ্যচিত্র ‘বানফোঁড়া’ ও আদম দৌলার ‘বৈষম্য’।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here