সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটারের মাধ্যমে ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে প্রচার চালানোর অভিযোগে ভারতে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ২৪ বছর বয়সী মাশরুরকে বেঙ্গালোর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আইএসের পক্ষে ‘@শামিউইটনেস’ (@ShamiWitness) নামে প্রচারণা চালানো ও খবর পোস্ট করতেন মেহেদি মাশরুর। তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। তিনি কলকাতার ওয়েস্ট বেঙ্গল ইনিস্টিটিউট অব টেকনলজির ছাত্র ছিলেন।
শুক্রবার ব্রিটেনের চ্যানেল ফোর দাবি করে, ‘@শামিউইটনেস’ নামে একটি ট্যুইটার অ্যাকাউন্টের মাধ্যমে আইএসের হয়ে প্রচার চালাতেন মেহদি। চ্যানেলটির দাবি, মেহদি নিজেই তাদের দেয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন সে কথা।
সাক্ষাৎকারের যে অংশবিশেষ প্রকাশিত হয়েছে তাতে মেহদি দাবি করেছেন, তিনি এই কাজ করে কোনও অন্যায় করেননি। তার দাবি, ‘আমি কাউকে আঘাত করিনি। কোনও রকম আইন ভাঙিনি। কোনও ভাবেই হিংসা অথবা যুদ্ধে উসকানি দিইনি। ভারতের কোনও বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার করে দেশকে বিপাকে ফেলিনি। আমি কোনও অস্ত্রও সঙ্গে রাখি না। তা হলে আমার অপরাধটা কী? তবে এর পরেও যদি আমাকে গ্রেপ্তার করা হয়, আমি বাধা দেব না।’
হঠাৎই শেষ হয়ে যাওয়া মিনিট দু’য়েকের এই ভিডিওটি প্রকাশের পর নড়চড়ে বসে ভারতের পুলিশ প্রশাসন। শুক্রবার গভীর রাতে ব্যাঙ্গালোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment