রাজনৈতিক ভাষা বিসর্জন দিয়ে বিএনপি আগুন নিয়ে খেলছে : সেতুমন্ত্রী - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, December 21, 2014

রাজনৈতিক ভাষা বিসর্জন দিয়ে বিএনপি আগুন নিয়ে খেলছে : সেতুমন্ত্রী

Responsive Ads Here
mm

ঢাকা: বিএনপি আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপিকে সতর্ক করে বলেছেন, এই আগুনে তারা নিজেরাই পুড়বে।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ও ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাদের বলেন, “ভুল করে আজ বেপরোয়া হচ্ছেন আপনারা।  দোষ দিচ্ছেন কাকে? আজ এই দলটির (বিএনপি) রাজনীতি ভুলের  চোরাবালিতে আটকে গেছে।”
৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে রাজনৈতিক জীবনে খালেদা জিয়া সবচেয়ে বড় ভুল করেছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।

ওবায়দুল কাদের বলেন, “রাজনৈতিক ভাষা বিসর্জন দিয়ে বিএনপি আগুন নিয়ে  খেলছে। তারা জানে না,  সেদিন আর  বেশি দূরে নয়, এই আগুনে তারা নিজেরাই পুড়ে মরবে। এ ধরনের বিশ্রী-কুশ্রী ভাষার  রাজনীতি, অস্ত্রের ভাষার রাজনীতি চিরস্থায়ী হয় না।”

বিএনপির আন্দোলনের হুমকির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “৫ জানুয়ারিকে  কেন্দ্র করে জনগণের আন্দোলন হবে না। এটা বিএনপিও জানে, আমরাও জানি, বাংলাদেশের জনগণও জানে। যা তারা করতে চাইছে, তা আত্মঘাতী। আগুন নিয়ে  খেলা করে  নৈরাজ্য ও সহিংসতা করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে।”

No comments:

Post a Comment

Post Top Ad