ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা ও ভাষাসৈনিক আয়েশা জালাল (৭৫) রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ৩টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজেউন)।
তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি দুই মেয়ে, দুই ছেলে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি একটানা দীর্ঘ ৪২ বছর ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বেই স্কুলটি শিক্ষাক্ষেত্রে ব্যাপক সুনাম অর্জন করে। তার অনেক ছাত্রছাত্রী, শুভানুধ্যায়ী দেশে বিদেশের সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। তার স্বামী প্রয়াত জালাল উদ্দিন আহমেদ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ শুটিং ফেডারেশন ও রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।
মরহুমার নামাজের জানাজা বৃহস্পতিবার বাদ জোহর নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন নূর মসজিদে অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া, শ্রমিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন আয়েশা জালালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন শোক প্রকাশ করেছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment