রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক টাভেলা সিজার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজনকে শনাক্ত করার দাবি করেছে গোয়েন্দা পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানিয়েছেন, সন্দেহভাজন এসব হত্যাকারীর সঙ্গে কোনো ধরনের জঙ্গি সম্পৃক্ততা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, হত্যাকারীদের কেউ আইএস বা অন্য কোনো উগ্রবাদী সংগঠনের নয় বলেই আমাদের মনে হচ্ছে।
টাভেলা সিজার হত্যাকাণ্ড তদন্ত করছে ডিবি। ওই ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে আটক করা যায়নি কিলিং মিশনের একজনকেও।
এই হত্যাকাণ্ডের সঙ্গে রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকাণ্ডের যোগসূত্র খুঁজছেন গোয়েন্দারা।
গত ২৮ সেপ্টেম্বর কূটনীতিক পাড়ার পুলিশের কড়া নজরদারি ও নিরাপত্তার মধ্যেই রাজধানীর গুলশানে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক টাভেলা সিজার। এর পাঁচ দিন পরেই জাপানি নাগরিক হোশি কুনিওকেও একই কায়দায় হত্যা করে দুর্বৃত্তরা।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment