বিবেক বিবর্জিত সব কর্মকাণ্ডই দুর্নীতিঃ দুদক চেয়ারম্যান !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, March 30, 2016

বিবেক বিবর্জিত সব কর্মকাণ্ডই দুর্নীতিঃ দুদক চেয়ারম্যান !!!!!

Responsive Ads Here

dud
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দুর্নীতি শব্দ শুনলে আমাদের মনে হয় ঘুষ ছাড়া আর কিছুই দুর্নীতি নয়। প্রকৃতপক্ষে বিবেক বিবর্জিত সব কর্মকাণ্ডই দুর্নীতি।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে দুর্নীতিবিরোধী বির্তক ও কার্টুন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, ‘প্রত্যেকটি মানুষের ভেতরে অন্য একটি মানুষ বসবাস করে, সেটা তার বিবেক। আর বিবেককে জাগ্রত করে বির্তক। আমি যা বলি, তা করি না; এই বৃত্ত থেকে বের হওয়া জন্যই বির্তক। আমরা যদি বিবেক দ্বারা চালিত হই তাহলে দেশে খারাপ কাজ থাকবে না।’

দুর্নীতি কি আসলে দমন করা যায়? প্রশ্ন রেখে দুদক চেয়ারম্যান বলেন, ‍‘দুর্নীতি যদি হতেই থাকে, ঘুষ যদি নিতেই থাকি তাহলে দুর্নীতিবিরোধী অভিযান করে লাভ কী? এর জন্য প্রথমে প্রয়োজন প্রতিরোধ। আর এজন্য ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চলছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি দুর্নীতিপ্রতিরোধ শুধু সপ্তাহ দিয়ে হবে না। এর জন্য প্রয়োজন ৩৬৫ দিন। তা নাহলে দুর্নীতির করাল গ্রাস থেকে জাতি মুক্তি পাবে না।’

সরকার, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ছাড়া দুর্নীতি দমন কমিশনের পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয় বলেন মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

দুর্নীতি দমন কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়া বক্তব্য দেন- বিচারক প্যানেলের দায়িত্বপালনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সানজীদা আক্তার।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ

No comments:

Post a Comment

Post Top Ad