হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, March 30, 2016

হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু !!!!!

Responsive Ads Here

DUB

হবিগঞ্জ: সদর উপজেলার পূর্ব ধল গ্রামে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- সদর উপজেলার পূর্ব ধল গ্রামের আমির উদ্দিনের মেয়ে এফজু বেগম (৫), একই গ্রামের আওলাদ মিয়ার মেয়ে রুমা আক্তার (৪) ও জাহেদ মিয়ার ছেলে জীবন মিয়া (৩)।

পুলিশ জানায়, সকালে নিহত তিন শিশু গ্রামের জামে মসজিদের পুকুরপাড়ে খেলা করছিল। এক পর্যায়ে তারা হঠাৎ করে পুকুরে পরে ডুবে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বলরাম পৌদ্দার জানান, শিশুদের শরীরে অতিরিক্ত পানি প্রবেশ করার তাদের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের লাশ গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
 
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ

No comments:

Post a Comment

Post Top Ad