রাজধানীর বাডডা থানার বিস্ফোরকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান ও বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শ্যামা ওবায়েদসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ
মো. কামরুল হোসেন মোল্লার আদালত দাখিলকৃত চার্জশিট আমলে নিয়ে পলাতক
আসামিদের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করেন।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বাড্ডা থানায় দায়েরকৃত মামলায় ৬০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ।
চার্জশিটে শ্যামা ওবায়েদ, মারুফ কামাল
খান, শিরিন সুলতানা ও সালাউদ্দিনসহ ১৬ জনকে পলাতক দেখানো হলে মামলাটি আমলে
নিয়ে বুধবার ওই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া
নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment