মিরপুরে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্বোধন - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, October 29, 2017

মিরপুরে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্বোধন

Responsive Ads Here
Hasina_120171026150010

মিরপুরে বস্তিবাসীদের জন্য প্রথমবারের মতো ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই। বস্তির দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো আমাদের লক্ষ্য। কাজেই বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট করে দিচ্ছি।

মিরপুর ১১ নম্বর সেকশনে বস্তিবাসীদের জন্য ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। পাশাপাশি ধানমন্ডি ও মোহাম্মদপুরে সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের জন্য ২০২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে।

জাতীয় গৃহনির্মাণ কর্তৃপক্ষ (এনএইচএ) নিজস্ব অর্থায়নে মিরপুরে ১০ একর জমির ওপর বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণ করবে।

প্রকল্পের প্রথম পর্যায়ে ২ একর জমির ওপর ৫টি ১৪ তলা ভবন নির্মাণ করে ৫৩৩টি ফ্ল্যাট করা হবে। প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়নে ব্যয় হবে ১১১ কোটি টাকা। দ্বিতীয় পর্যায়ে ৮ একর জমির ওপর ৮০টি ১৪ তলা ভবন নির্মাণ করে ৯ হাজার ৪৬৭টি ফ্ল্যাট তৈরি করা হবে।


প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহিদুল্লাহ খন্দকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহের প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, তার প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র : বাসস
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।



No comments:

Post a Comment

Post Top Ad