মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মাধ্যমে শুরু হয় দিবসটির সূচনা।
এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা অঙ্গনে গিয়ে শেষ হয়।
এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
এছাড়া বঙ্গবন্ধুর জীবনী থেকে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।
এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সাবেক পৌর মেয়র নুর-ই আলম বাবু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ আরো অনেকে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment