ফরিদপুরে একই পরিবারের ৫ সদস্যসহ ৬ জনের করোনা শনাক্ত - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 10, 2020

ফরিদপুরে একই পরিবারের ৫ সদস্যসহ ৬ জনের করোনা শনাক্ত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে এক পরিবারের পাঁচ জনসহ ছয়জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ জনে।

রোববার (১০ মে) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এতথ্য জানা গেছে।

আক্রান্তদের মধ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল এলাকার একই পরিবারের পাঁচজন। এদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী ও এক কিশোরী।

এছাড়া জেলার সদরপুর উপজেলার ঢেউখালী এলাকায় এক তরুণীর (১৮) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান জানান, নতুন ছয়জনসহ জেলার আট উপজেলায় মোট ৩২ জন করোনা রোগী শনাক্ত হলেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন ফরিদপুর সদরে সাত, বোয়ালমারীতে দশ, নগরকান্দায় পাঁচ, ভাঙ্গায় তিন, চরভদ্রাসন, আলফাডাঙ্গায় ও সদরপুরে দু’জন করে ছয়জন এবং মধুখালী উপজেলায় একজন। তবে আক্রান্তদের মধ্যে নগরকান্দায় চার এবং বোয়ালমারী ও ভাঙ্গায় একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান জানান, বোয়ালমারীর চতুল ও সদরপুরের আক্রান্তদের বসবাসরত বাড়ি লকডাউন করা হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here