তিনি আরো বলেন, 'এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সংসদের বিরোধীদলীয় নেতা আমার স্ত্রী রওশন এরশাদ'।
বুধবার বিকেলে রংপুরে তিনদিনের সফরে এসে পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এরশাদ বলেন, 'দেশের অবস্থা ভালো নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। খুন ও ছিনতাই বেড়ে গেছে। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে। সেই সাথে ছাত্রলীগ নিজেদের মধ্যে কর্তৃত্বের লড়াইয়ে খুনোখুনিতে মেতে উঠেছে। বন্ধ হয়ে যাচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয়। ফলে সাধারণ শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়ছে'।
তিনি বলেন, 'সন্ত্রাসীরা দিনে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে। এতেই বোঝা যায় দেশের আইন শৃংখলা পরিস্থিতির কত অবনতি হয়েছে। এসব দেখে বুঝা যায় দেশের মানুষ ভাল নেই। দেশে অশান্তি বিরাজ করছে'।
সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তীব্র সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, 'শুধু প্রাইমারি নয়, প্রায় সব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের এ নজীর অতীত সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে। এরফলে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি অনিহা সৃষ্টি হবে'।
তিনি আরো বলেন, 'প্রশ্নপত্র ফাঁস হলেও এখন পর্যন্ত সরকার তা বের করতে পারেনি কারা এ কাজের সাথে জড়িত। কারো শাস্তিও হয়নি'।
সাবেক রাষ্ট্রপতি বলেন, 'দেশে এখন অর্থনৈতিক মন্দা বিরাজ করছে। বিদেশি বিনিয়োগ না বাড়লে দেশ আগামীতে মহাসংকটে পড়বে। তাই সরকারের এ বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন'।
এরশাদ ছিটমহল সমস্যা বিষয়ে বলেন, 'এ সমস্যা খুব দ্রুত সমাধান হবে। এজন্য এগিয়ে এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি'।
এ জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানান তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, 'দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপি এ দুইদলকে আর ক্ষমতায় দেখতে চায় না। মানুষ চায় পরিবর্তন। এই পরিবর্তন আনতে প্রয়োজন জাতীয় পার্টির। কারণ জাপার নয় বছর দেশের মানুষ ছিল শান্তিতে'।
ডিসেম্বরে রংপুরে জাতীয় পার্টির কাউন্সিল হবে বলেও জানান তিনি।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব সাবেক এমপি ও এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আছিপ, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির প্রমুখ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment