ধর্ষণ ও হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। এর ১৮ বছর পর সোমবার তাকে নির্দোষ ঘোষণা করলো চীনের একটি আদালত।
১৯৯৬ সালে ইনার মঙ্গোলিয়া প্রদেশে ১৮ বছরের তরুণ হাগজিলতুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়। ২০০৫ সালে এক ব্যাক্তি ওই ঘটনায় নিজে জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দেয়। এরপরই হাগজিলতুর বিচারের যথার্থতা নিয়ে সন্দেহ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ‘চীনা চরিত্রবৈশিষ্ট্যের’ আইনের শাসনকে শক্তিশালী করতে আদালতের কাছে হাগজিলতুর পুনর্বিচার করার অনুরোধ জানান চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতারা।
সোমবার পুর্নবিচারের রায়ে আদালত হাগজিলতুকে নির্দোষ ঘোষণা করে হোহোতের আদালত। রায়ে আদালত বলে, হাগজিলতুকে দোষি সাব্যস্ত করে ইনার মঙ্গোলিয়া হাই কোর্টের রায়টি অসামঞ্জস্যপূর্ণ তথ্য ও অপর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে দেয়া হয়েছে।
এ ঘটনায় হাগজিলতুর মা-বাবার কাছে ক্ষমা চেয়েছেন আদালতের ডেপুটি প্রেসিডেন্ট। ক্ষতিপূরণ হিসেবে তাদের ৪ হাজার ৮শ ৫০ ডলার দেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment