লিজেন্ড অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদলের দিকে ইঙ্গিত করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ক্রিকেটের জন্য যেই ক্ষতিকর হবে তাকে ছাড় দেয়া হবে না। ক্রিকেটের বিষফোঁড়া ছেঁটে ফেলা হবে।
বৃহস্পতিবার রাত পৌন ১০টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
পাপন আরো বলেন, ‘সাকিবকে ছাড়া যদি বাংলাদেশ খেলতে পারে তাহলে ওইরকম দু’একজনকে ছাড়াও বাংলাদেশের ক্রিকেটের চলবে।’
গতকাল বুধবার বিসিবির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল।
বিসিবির কিছু কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তুলে বলেন, ‘কিছু লোক আমার ও দলের বিরুদ্ধে লিগে ষড়যন্ত্র করছে।’
ষড়যন্ত্র চলতে থাকলে প্রিমিয়ার লিগ থেকে দল উঠিয়ে নেয়ার হুমকি দিয়ে তিনি বলেন, ‘আমি আমার কমিটির সঙ্গে কথা বলেছি। লিগ থেকে হয়তো দল তুলে নিতে পারি। এই বোর্ডের বিরুদ্ধে সংগ্রাম করে লাভ নেই। কারণ, আমি একা। এটাই আমার প্রতিবাদ। আর এরা তো সব চোর–চোট্টা। আমি মনে করি সবকটা চোর। ইচ্ছে করে এই আম্পায়ারদের দেয়া হচ্ছে আমাদের ম্যাচে ও আবাহনীর ম্যাচে। গত বছর থেকে যদি দেখেন, আবাহনীর রেলিগেশন ম্যাচে এই আম্পায়ার ছিল। আবাহনীর ম্যাচে ও আমাদের ম্যাচে এই দুই আম্পায়ারকে দেয়া হয়। একটা মিশন নিয়ে এদের পাঠানো হয়েছে।’
এর আগে বিসিবি ও গণমাধ্যমের কাছে লিখিত অভিযোগ জানান বাদল।
এর জবাবে বিমানবন্দরে পাপন বলেন, ‘এসব অভিযোগের পক্ষে তাকে প্রমাণ দিতে হবে। না পারলে আমরাও ব্যবস্থা নেব।’
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment