বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। আট দিনব্যাপী এই উৎসবে ৫০টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শীত হবে। এ উপলক্ষে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উৎসবের আয়োজক বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘর প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তারপর থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলো যথাক্রমে বাংলাদেশ জাতীয় জাদুঘর, বেগম সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগারের মূল মিলনায়তনে প্রদর্শীত হবে। এছাড়াও ৫ থেকে ৭ ডিসেম্বর রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র, ৭ থেকে ৯ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং ৫, ৬ ও ১১ ডিসেম্বর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে-এর বারিধারাস্থ ক্যাম্পাসে প্রদর্শিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, পরিচালক তারেক আহমেদ বুলবুলসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment