আগামী ২৩ ডিসেম্বর গাজীপুরে আসছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সেখানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
গত শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম হান্নান শাহর ঢাকাস্থ বাসভবনে বেগম জিয়ার গাজীপুর সফর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ব্যাপারে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, সরকারের বিরুদ্ধে গণআন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানোর অংশ হিসেবেই বেগম খালেদা জিয়ার গাজীপুরের এই সফর। বিএনপি রাজধানী ঢাকার নিকটবর্তী জেলাসমূহে জনসভা করার যে কর্মসূচি নিয়েছে আগামী ২৩ ডিসেম্বরের জনসভা তারই অংশ।
তিনি আরও জানান, জনসভার জন্য বড় একটি মাঠ খোঁজা হচ্ছে। গাজীপুর সদরের কোনো একটি বড় ও গুরুত্বপূর্ণ স্থানে এ জনসভা অনুষ্ঠিত হবে। মাঠ পেলেই জনসভা নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলা হবে। তবে খালেদা জিয়ার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মানসিক প্রস্তুতি রয়েছে। স্থান নির্ধারণ হলে দলীয়ভাবে নেতাকর্মীরা জনসভার জন্য কাজ শুরু করবে।
খালেদা জিয়ার এ আগমনকে ঘিরে এবং স্মরণকালের বড় ধরনের জনসভার জন্য দলীয়ভাবে নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। এ বিষয়ে গত শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম হান্নান শাহর ঢাকাস্থ বাসভবনে বৈঠক হয়েছে বলেও জানান কাজী ছাইয়েদুল আলম।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment