এসিএম আইসিপিসি এশিয়া রিজিওনাল ঢাকা সাইটের চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আগত ‘ডাউন টু দ্য ওয়ার’ দলটি।
শনিবার এসিএম আইসিপিসি এশিয়া রিজিওনাল ঢাকা সাইটের সমাপনী অনুষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) নিজস্ব ক্যাম্পাসে এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসময় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ৪৫ হাজার টাকা এবং রানার আপ দল তাইওয়ান থেকে আসা ‘৩ই৮এমএম’ পায় ৩০ হাজার টাকা।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত প্রতিযোগীদের সাইবার অপরাধে না জড়িয়ে সাইবার সুরক্ষায় কাজ করার পরামর্শ দেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিইউবিটি সিন্ডিকেটের সাবেক চেয়ারম্যান এ এফ এম সরওয়ার কামাল, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য প্রফেসর মুহম্মদ আবু সালেহ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৫ ঘণ্টা সময়ে ১০টি সমস্যার সমাধান করতে দেয়া হয়। প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুহম্মদ কায়কোবাদ। জাজিং ডিরেক্টর ছিলেন এসিএম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালস ২০০৩-২০১৫ এর বিচারক শাহরিয়ার মাঞ্জুর। কো জাজিং ডিরেক্টর হিসেবে ছিলেন ঢাকা রিজিওনাল এসোসিয়েট জাজিং ডিরেক্টর মোহম্মদ মাহমুদুর রহমান।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment