রাজনীতিতে আরও একবার নাম লেখালেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী কুমার শানু। মঙ্গলবার দুপুরে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি - বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।
এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির আমলে প্রথমবারের মতো বিজেপিতে যোগ দিয়েছিলেন কুমার শানু। তবে পরের নির্বাচনেই বিজেপি হেরে গেলে সদস্যপদ নবায়ন করাননি তিনি। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দারুণ ভক্ত হিসেবেই নিজেকে দাবি করছেন এই শিল্পী। আর তাই নতুন করে বিজেপিতে নাম লিখিয়েছেন তিনি।
এ বিষয়ে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শানু বলেন, “তখন এসেছিলাম বাজপেয়ির টানে। এখন আমি পাগলের মতো মোদির ফ্যান।”
বিজেপির বর্তমান সভাপতি অমিত শাহ-এর উপস্থিতিতে দলে যোগ দেন কুমার শানু। পরে বিজেপি কার্যালয়ে গানও গেয়ে শোনান তিনি।
বিজেপির টিকেটে নির্বাচনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে জয়লাভ করেন আরেক সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়। রাজ্যসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে এখন দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নগর উন্নয়ন, গৃহায়ন এবং দারিদ্র দূরিকরণ বিভাগে।
সুপ্রিওর মতো রাজ্যসভার মন্ত্রী হতে চান কী না, এমন প্রশ্নের জবাবে শানু বলেন, “আমি কোনদিনও মন্ত্রী হবো না। শুধু প্রচারে সময় দেব।”
এদিন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তরও বিজেপিতে যোগদানের খবর চাউর হয়েছিল। পরে ঋতুপর্ণা নিজেই নিশ্চিত করেন, এই মুহূর্তে রাজনীতিতে যোগদানের ইচ্ছা নেই তার।
আনন্দবাজার পত্রিকাকে এ ব্যাপারে তিনি বলেন, “অনেকদিন ধরেই আমার কাছে প্রস্তাব এসেছে। কিন্তু আমি এখনই রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবছি না। আমার সামাজিক দায়িত্ব পালন করতে চাই।”
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment