জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানা আয়োজনের মধ্যদিয়ে প্রজাপতি মেলা ২০১৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলানায়তনে সামনে এ মেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বিভিন্ন ধরনের প্রজাপতি অবমুক্ত করেন ও পরে তিনি প্রজাপতির স্টল পরিদর্শন করেন। মেলায় মশারির নেট দিয়ে তৈরি প্রজাপতির হাটে নানা রঙের প্রজাপতি দেখে ভীষণ মুগ্ধ হন তিনি।
উপাচার্য এসময় প্রজাতির পার্ক ও গবেষণা কেন্দ্র উদ্বোধন করেন। প্রজাপতি পার্কটি বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণাগারের দক্ষিণে তিন একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে। এছাড়া বেলা ১টায় তিনি নানা রঙের প্রজাপতির আদলে তৈরি ঘুড়ি উড়ানোর উৎসব উদ্বোধন করেন।
এসময় উপাচার্য বলেন, ‘প্রজাপতির বৈচিত্রপূর্ণ রঙ পরিবেশের বৈচিত্রের প্রমাণ মেলে। বাহারি রঙের প্রজাপতি এবং তাদের উড়ার অসীম ক্ষমতা মানুষকে আনন্দ দেয়। পরিবেশ ও প্রকৃতি নিয়ে গবেষণা মানুষের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতর করে তোলে।’
তিনি এ বিষয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, আইইউসিএনর বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিক হায়দার চৌধুরী প্রমুখ।
প্রজাপতির বিষয়ে সচেতনতা এবং প্রজাপতি বিষয়ে গবেষণা করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. সোহরাব আলীকে মেলা থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
প্রজাপতি নিয়ে বিশেষ আগ্রহ এবং প্রজাপতির বিষয়ে সচেতনতা তৈরি জন্য এবার মেলা থেকে ইয়ং বাটারফ্লাই অ্যাওয়ার্ড লাভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর আহমেদ।
মেলা উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে হাজারো প্রজাপতিপ্রেমী, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্যাম্পাসে ছুটে আসেন। তেমনি ঢাকার উত্তরা থেকে অরুদ্ধ এবং তার বোন জয়িতা ভোরেই তার মা-বাবাকে নিয়ে প্রজাপতি দেখতে ক্যাম্পাসে ছুটে আসে।
তারা জানায়, মেলায় এসে নানা রঙের প্রজাপতি দেখে খুব ভালো লাগছে।
দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বক্তৃতা, প্রজাপতি বিষয়ক বির্তক প্রতিযোগিতা, প্রজাপতির ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment