অবৈধ অ্যাকশনের দায়ে নিষিদ্ধ সোহাগ গাজীর পরীক্ষা নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কমিটির (আইসিসি) কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে এখনও নিশ্চিত নয়, কোথায় গিয়ে অ্যাকশন পরীক্ষা দিতে হবে বাংলাদেশের এই অফ স্পিনারকে।
আইসিসিই নির্ধারণ করবে সোহাগ গাজীর পরীক্ষাগার কোথায় হবে। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন বিসিবির আবেদন করার বিষয়টি। একই সঙ্গে তিনি বলেন, ‘আমরা আবেদন করেছি। তবে কোন পরীক্ষাগারে সোহাগের পরীক্ষা হবে তা এখনও নির্ধারণ করেনি আইসিসি।’
অ্যাকশন পরীক্ষা দিতে যাওয়ার আগে আত্মবিশ্বাসী সোহাগ গাজী বলেন, ‘অনেক আগেই আমার অ্যাকশন ঠিক হয়ে গেছে। এ জন্য কঠোর অনুশীলন করে গেছি। অনেকগুলো ম্যাচও খেলেছি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেছি। ওসব ম্যাচের ভিডিওতে দেখা গেছে, আমার অ্যাকশনের সবকিছু ঠিকই আছে। এরপর এ বিষয়ে বোর্ডকে জানিয়েছি।’
সোহাগ গাজী আরও জানালেন, গত মাসের শুরুতেই অ্যাকশনের ব্যাপারে স্পিন কোচ রুয়ান কালপাগে বোর্ডকে মেইল করেছিলেন।
গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন সোহাগ। এরপর তাকে পাঠানো হয় কার্ডিফে অ্যাকশন পরীক্ষা করার জন্য। ওই ফলের ভিত্তিতে গত অক্টোবরেই আইসিসির পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিষিদ্ধ থাকার কারণে বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দলেই ঠাঁই মেলেনি সোহাগের। এ কারণে স্বাভাবিকভাবেই হতাশ সোহাগ গাজী। তবে সব ভুলে আগামীর লক্ষ্যপানে তাকিয়ে তিনি। বললেন, ‘যা হওয়ার হয়ে গেছে। এখন সামনে তাকাতে চাই।’
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment