অনেক জল্পনা কল্পনার পর মুক্তি পেল অমৃত অভিনীত গেইম সিনেমাটি। যুগল পরিচালক রয়েল অনিক পরিচালিত এ চলচ্চিত্রটি চলতি বছরের ১ জানুয়ারি, বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে।
এ সিনেমাটিই ২০১৫ সালের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র। অমৃতার বিপরীতে এতে অভিনয় করেছেন নিরব। এ সিনেমার খলচরিত্রে দেখা যাবে প্রমিথিউস ব্যান্ডের ভোকালিস্ট বিপ্লবকে।
অমৃতা সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, বছরের শুরুতে আমার অভিনীত প্রথম সিনেমা মুক্তি পেয়েছে। এটা আমার কাছে অনেক আনন্দের। আশা করছি, ২০১৫ সালটি আমার ভালো যাবে। দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব। গেইম সিনেমাটির জন্য অনেক শ্রম দিয়েছি। আশাকরি, সিনেমাটি দর্শকও ভালোভাবে গ্রহণ করবে।
সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া শৌখিন। এছাড়াও ইস্পাহানী আরিফ জাহানের গুন্ডা- দ্যা টেরোরিস্ট, ওয়াজেদ আলী সুমনের পাগলা দিওয়ানা, রাজু আহম্মেদের অসম প্রেম সিনেমার কাজ শেষ করেছেন এ অভিনেত্রী। এসব সিনেমা এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে।
তাছাড়া আতিক রহমানের অন্তরে অন্তরে এবং সাঈফ চন্দনের টার্গেট সিনেমার শুটিংয়ের কাজ চলছে। নতুন বছরের শুরুতেই মারুফ খান রিজভীর পরিচালনায় মিশন আফ্রিকা নামের আরেকটি চলচ্চিত্রে কাজ করার প্রাথমিক কথা হয়েছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment