শিশু জিহাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের শাস্তির দাবিতে যশোরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বাংলাদেশ কিশোর বাহিনীর যশোর জেলা সংসদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গণফোরামের যশোর জেলা শাখার সভাপতি প্রবীণ রাজনীতিবীদ কাজী আব্দুস শহীদ লাল, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবীর জাহিদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুর রহমান মজনু, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, সাংস্কৃতিক সংগঠন শেকড় যশোরের সভাপতি রওশন আরা রাশু প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, শিশু জিহাদকে নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ন্যাক্কারজনক বিবৃতি প্রত্যাহার করে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।
২৬ ডিসেম্বর ঢাকার শাহজাহানপুর রেলওয়ে মাঠ সংলগ্ন ওয়াসার পরিত্যক্ত পানির পাম্পের ৩শ’ ফুট গভীর পাইপে পড়ে যায় ৪ বছরের শিশু জিহাদ। এরপর থেকে ২৩ ঘণ্টার রুদ্ধশ্বাস নাটকীয়তার পর শিশু জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment