রোববার (০৪ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর প্রায় ১৫টি স্থানের প্রায় ২০টি বাস-গাড়ি-সিএনজিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সব ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও ওই সব এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
এরমধ্যে, প্রথমে রাজধানীর পুরানা পল্টনে নিউ ভিশন পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রোববার (০৪ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, পুরানা পল্টনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের সামনে বাসে আগুন দেয় তারা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাস চালক সুমন সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, ৫/৬ জন দুর্বৃত্ত এসে বাস থামাতে বলেন। বাস থামালে তারা যাত্রীদের নামিয়ে বাসে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করে। সুমন সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে আরও বলেন, আটককৃতরা ওই ঘটনায় সঙ্গে জড়িত নন।
দ্বিতীয়ত, তেজগাঁও মহিলা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে (৮নং বাস, ঢাকা মেট্রো-ব-১৪১১৮৬) আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আগুন লাগার পর বাসের সব যাত্রী দ্রুত নেমে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় সেখানে ভীতিকর পরিস্থিতি বিরাজ করে। সেই সঙ্গে যান চলাচলে বাধা সৃষ্টি হয়।
তৃতীয়টি, রাজধানীর গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ জাহাঙ্গীর ক্লিনিকের সামনে মালঞ্চ নামে একটি যাত্রীবাহী বাসে আগুন।
রোববার বিকেল ৪টার দিকে মালঞ্চ নামে ওই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি মোহাম্মাদপুর-গেন্ডারিয়া রুটে চলাচল করতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) সজীব বালা সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
চতুর্থ, রাজধানীর কুড়িল বিশ্বরোডে সুপ্রভাত নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সুপ্রভাত নামে ওই বাসে আগুন দেয় তারা। বাসটি গাজীপুর-গুলিস্তান রুটে চলাচল করতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দু’টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
পঞ্চম, গুলিস্তানের গোলাপ শাহ্ মাজারের সামনে তানজিল পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১১-৩২০৫) একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। আগুন লাগার পর বাসের সব যাত্রী দ্রুত নেমে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজেন কুমার সরকার সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে যাবার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
ষষ্ঠ, রাজধানীর আজিমপুর মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বাসে আগুন দেয় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, আজিমপুর মোড়ে ওই বাসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা প্রাথমিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতরের অপারেটর মো. মুস্তফা সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সপ্তম, রাজধানীর পোস্তগোলা আবদুল্লাহ ফিলিং স্টেশনের সামনে বেশ ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে ওই বাসে আগুন দেয় তারা।
প্রত্যক্ষদর্শীরা সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, পোস্তগোলা আবদুল্লাহ ফিলিং স্টেশনের সামনে ওই বাসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা প্রাথমিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
অষ্টম, রাজধানীর উত্তরা ৫নং সেক্টরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রোববার রাত পৌনে ৮টার দিকে ওই বাসে আগুন দেয় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে তারা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা প্রাথমিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
নবম, রাজধানীর মগবাজার চৌরাস্তার মোড়ে বিক্ষোভ মিছিল করে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে ছাত্র শিবির কর্মীরা। এসময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। রোববার সন্ধ্যা ৭টার কিছু পরে এ ঘটনা ঘটে।
দশম, রাজধানীর কমলাপুর টিটিপাড়া এলাকায় যাত্রীবাহী দু’টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার রাত ৮টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এগারো, রাজধানীর শাহজাহানপুর ফ্লাইওভারের নিচে একটি যাত্রীবাহী লেগুনা ও সিএনজিতে আগুন দিয়েছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা।
রোববার রাত ৯টায় এ আগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় ছাত্রলীগ কর্মীরা ছাত্র শিবির কর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তবে ততক্ষণে ওই দু’টি যানে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে।
বারো, এছাড়াও রাজধানীর দৈনিক বাংলা মোড়ে একটি প্রাইভেট কার, মতিঝিল আইডিয়াল কজেলের সামনেও একটি প্রাইভেট কার। খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে এবং ফকিরাপুল পানির ট্যাঙ্কের সামনে সিএসজিতে আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে এ ঘটনা ঘটে।
তেরো, রাজধানীর মিরপুর পল্লবী পূরবী সিনেমা হলের পাশে একটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা।
রোববার রাত ৯টার দিকে ওই প্রাইভেট কারে আগুন দেয় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লবী পূরবী সিনেমা হলের পাশে ওই কারে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. আলীসংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment