ফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্দেশনা জারির একদিন পরেই তা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল বুধবারই বলা হয়েছিল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করতে হবে।
ভর্তি সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে প্রচলিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে শিক্ষার্থীদের প্রচুর অর্থ ব্যয় এবং দুর্ভোগের শিকার হতে হয়। এ অবস্থা নিরসনের লক্ষ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হলে শিক্ষার্থীদের সেশন শুরু ত্বরান্বিত হবে এবং অভিভাবকদের হয়রানি লাঘব হবে। এই নিদের্শনা শিক্ষা মন্ত্রণালয় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠায়।
বৃহস্পতিবার এ নির্দেশনা স্থগিতের সত্যতা সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব।
বর্তমানে দেশের ৩৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করে। তবে গত কয়েক বছর ধরে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ নিয়ে আলোচনা হয়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment