৫ জানুয়ারিকে ঘিরে সৃষ্ট উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে রোববার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিকেলে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিজিবির তথ্য কর্মকর্তা মহসিন রেজাও বিষয়টি নিশ্চিত করেছেন।
গতবছরের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে ওই নির্বাচনে অংশ নিয়েছিল না বিএনপি। ব্যাপক কর্মসূচি দিয়েও শেষ পর্যন্ত নির্বাচন ঠেকাতে পেরেছিল না বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
চলতি বছরের ৫ জানুয়ারি ঘরে মুখোমুখি অবস্থানে আসে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের বিরোধী দল বিএনপি। আওয়ামী লীগ একদিকে বলে তারা ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে, অন্যদিকে আওয়ামী লীগ বলে তারা ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের হত্যা দিবস’ পালন করবে।
নিজ নিজ দাবি অনুযায়ী ৫ জানুয়ারি পৃথক কর্মসূচিও ঘোষণা করে আওয়ামী লীগ ও বিএনপি।
এরইমধ্যে শনিবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে বাড়ানো হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা। বেগম জিয়াকে কার্যত অবরুদ্ধ করে রাখা হয় তার কার্যালয়ে। অসুস্থ অবস্থায় পুলিশ রুহুল কবির রিজভীকে নিয়ে যায় হাসপাতালে।
বিএনপি যদিও দাবি করছে রিজভীকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ বলেছে ভিন্ন কথা। পুলিশের দাবি, রিজভী অসুস্থ, তাকে, চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে রোববার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানী ঢাকায় সব ধরনের সভা-সমাবেশে নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিএনপি বলছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা কর্মসূচি পালন করবে।
এরইমধ্যে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হলো।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment