মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামান বলেছেন, ‘মুনাফিক সরকারের কাছে প্রাণভিক্ষা চেয়ে লাভ নেই।’
শনিবার বিকেলে কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামি তার বাবার উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের এ কথা জানান।
বিকেল ৪টার দিকে কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করতে যান তার পরিবারের সদস্য ও স্বজনরা। এ সময় তিনি (কামারুজ্জামান) বলেন, ‘রাষ্ট্রপতি প্রাণ দেওয়ার কেউ নন, প্রাণ নেওয়ারও কেউ নন। তাই তার কাছে প্রাণভিক্ষা চাইনি। এই মুনাফিক সরকারের কাছে প্রাণভিক্ষা চেয়ে লাভ নেই।’
হাসান ইকবাল ওয়ামি সাংবাদিকদের জানান, শুক্রবার যে দুজন ম্যাজিস্ট্রেট কামারুজ্জামানের সঙ্গে দেখা করার কথা ছিল, তারা দেখা করেননি।
কামারুজ্জামানের ছেলে আরো জানান, তার বাবার জানাজা শেরপুরে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
হাসান ইকবাল বলেন, ‘বাবা, এটা আশা নিয়ে ফাঁসির দড়ি গলায় পড়বেন যে, একদিন এ দেশে ইসলামের শাসন সুপ্রতিষ্ঠিত হবে।’
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment