ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের পক্ষ হয়ে এবার মাঠে নামার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র সাংসদ হাজী মোহাম্মদ সেলিম। অথচ তিনি নিজেই প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। এমনকি মনোনয়নপত্রও নিয়েছিলেন তিনি। পরবর্তীতে সেই মনোনয়নপত্র আর জমা দেননি মহানগর আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক।
আজ শুক্রবার চকবাজার জামে মসজিদে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন হাজী সেলিম এবং সাঈদ খোকন। সেখান থেকেই একসঙ্গে শুরু করেন নির্বাচনী প্রচারণা। পরে হাজী সেলিমের শ্বশুরবাড়িতে দুপুরের খাবার খান সাঈদ খোকনসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসায় হাজী সেলিম ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বৈঠক করেন। ওই বৈঠকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পরামর্শ ও অনুরোধে সাঈদ খোকনের পক্ষে একসঙ্গে কাজ করতে রাজি হন হাজী সেলিম।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি এম এম আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।
এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, সাঈদের পক্ষে কাজ করা শর্তে হাজী সেলিম ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ দাবি করেছেন। এতে শীর্ষ নেতারা অনেকটা রাজিও হয়েছেন বলে জানা গেছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment