বিশ্বে বসবাসরত আরবদের মধ্যে একশ’ শীর্ষ ধনীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। তালিকার শীর্ষে রয়েছেন সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালাল বিন আব্দুল আজিজ আল সৌদ। তার সম্পদের পরিমাণ ২ হাজার ২০০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
ওয়ালিদ একজন ধনাঢ্য ব্যবসায়ী ও বিনিয়োগকারী। তিনি প্রয়াত সৌদি বাদশা আব্দুল্লাহর ভাতিজা এবং প্রথম সৌদি বাদশা ইবনে সৌদের নাতি। সেইসঙ্গে লেবাননের প্রথম প্রধানমন্ত্রী রিয়াদ আল সোলহের নাতিও তিনি।
৬০ বছর বয়সী এ যুবরাজ কিংডম হোল্ডিংস কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। সেইসঙ্গে ব্যক্তিগতভাবে সিটি গ্রুপের সবচেয়ে বেশি শেয়ারের মালিক। তাছাড়া মার্কিন মিডিয়া গ্রুপ টুয়েন্টিফার্স্ট সেঞ্চুরি ফঙের শেয়ারহোল্ডারও তিনি।
ফোর্বসের ওই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সিরিয়ান বংশোদ্ভূত জোসেফ সাফ্রা। তার সম্পদের পরিমাণ ১ হাজার ৭০০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। ১৯৩৯ সালে সিরিয়ার আলেপ্পোয় একটি ইহুদী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে তিনি ব্রাজিলের নাগরিক। তিনি বিখ্যাত সাফ্রা গ্রুপের কর্ণধার এবং এই গ্রুপের অধীনে থাকা সকল প্রতিষ্ঠানের চেয়ারম্যান।
এছাড়া তালিকার ১০ নম্বরের মধ্যে স্থান পেয়েছেন সংযুক্ত আরব আমিরাত ও মিসরের নাগরিকরা।
উল্লিখিত ১০০ শীর্ষ আরব ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ ১৭ হাজার ৪০০ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। যা গত বছরের তুলনায় ৮০০ কোটি ৩০ লাখ ডলার বেশি।
এদিকে, বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এবারও নাম লেখাতে সক্ষম হয়েছেন বিল গেটস। তার মোট সম্পদ ৭ হাজার ৯০০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। যা গত বছরের তুলনায় ৩০০ কোটি ২০ লাখ ডলার বেশি। বিগত ২১ বছরের মধ্যে ১৬ বার শীর্ষ ধনীর তালিকায় নাম লিখিয়েছেন এই মার্কিন ধনকুবের। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment