মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন তার পরিবারের সদস্যরা।
সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে তারা কারা-ফটকের সামনে যান। এর কয়েক মিনিট পরেই তারা কারাগারের ভেতরে ঢোকেন।
১৬ সদস্যের এই দলে রয়েছেন কামারুজ্জামানের স্ত্রী নুরুন্নাহার; ভাই কামরুল; বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী; ছোট ছেলে হাসান ইমাম ওয়াফি; মেয়ে আতিয়া নূর, বিউটি; ভাতিজি আরিফা, আফরা, মুন্নি, মলি, মুনমুন; ভাতিজা জিতু, আরমান; ভাগনি রোকসানা; শ্যালক রোমান ও বড় ছেলের স্ত্রী শামীম আরা।
এর আগে বিকেল ৫ টার মধ্যে পরিবারের সদস্যদের কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করার নির্দেশনা দিয়ে চিঠি পাঠায় কারা কর্তৃপক্ষ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment