বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাবের গ্রীষ্মকালীন মেলা চলছে। মেলায় দর্শনার্থী টানতে কোম্পানিগুলো নানা ছাড় বা উপহার দিচ্ছে।
সেনা কল্যাণ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টস নগদ ছাড়ের পাশাপাশি ফ্ল্যাট অথবা প্লট বুকিং দিলে আইফোন-৬ পুরস্কার দিচ্ছে ক্রেতাদের।
শুক্রবার বিকেলে মেলা ঘুরে বিভিন্ন স্টলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুদিনের চেয়ে দর্শনার্থী ও ক্রেতা কিছুটা বেশি। মেলা উপলক্ষে বিভিন্ন রকম ছাড় দেওয়া হচ্ছে।
কথা হয় সেনা কল্যাণ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টসের বিক্রয় কর্মকর্তা চন্দন চন্দ্র দেবনাথের সঙ্গে। তিনি সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, তাদের স্টলে দর্শনার্থীর পাশাপাশি ক্রেতা সমাগমও ভালো। তবে সেটা আশানুরূপ নয়।
তিনি জানান, মেলায় ফ্ল্যাট অথবা প্লট বুকিং দিলে তারা আইফোন-৬ দিচ্ছেন। পাশাপাশি নগদ ১৫ লাখ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এ কারণে মেলায় তাদের স্টলে ক্রেতা সমাগম কিছুটা বেশি।
এ ছাড়া অন্যান্য কোম্পানিও মেলা উপলক্ষে ছাড় দিচ্ছে। মেলায় ক্রেতা টানতেই এ উদ্যোগ। মেলা ঘুরে দেখা গেছে, শুক্রবার মেলায় দর্শনার্থী বেড়েছে। তবে খুব কম সংখ্যক দর্শনার্থী মেলায় বুকিং দিচ্ছেন।
কোরাল রিফ প্রপার্টিজের বিক্রয় কর্মকতা সুব্রত কুমার শাহা সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, গত দুইদিনের তুলনায় আজ দর্শনার্থী বেশি। কিন্তু ক্রেতার সংখ্যা নেই বললেই চলে। গত দুই দিনে একটি ফ্ল্যাটও বিক্রি হয়নি। এছাড়া মেলা উপলক্ষে আমরা প্রতিটি প্লট এবং ফ্ল্যাটে ২০ শতাংশ ছাড় দিচ্ছি।
প্রসঙ্গত, আজ শুক্রবার মেলার শেষ দিন। আজ রাত সাড়ে ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মেলায় ১২৬টি কোম্পানির স্টল রয়েছে। এরমধ্যে ১০২টি সাধারণ স্টল। বাকি ২৪টি মেটেরিয়ালস অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment