২০১৪ সালে বিশ্বে ঘরছাড়া ছয় কোটির বেশি মানুষ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 18, 2015

২০১৪ সালে বিশ্বে ঘরছাড়া ছয় কোটির বেশি মানুষ !!!!!


২০১৪ সালে যুদ্ধ, সংঘর্ষ অথবা নিপীড়নের শিকার হয়ে বিশ্বে ছয় কোটি মানুষ ঘরছাড়া হয়েছে।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র এক প্রতিবেদনের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রতিবেদনে জানানো হয়, আগের বছরের তুলনায় ২০১৪ সালে এ সংখ্যা বেড়েছে ৮৩ লাখ। সিরিয়া সংকট এ সংখ্যা বৃদ্ধিকে তরাণ্বিত করেছে।

পৃথিবী ‘বিশৃঙ্খল’ জায়গায় পরিণত হয়েছে উল্লেখ করে ইউএনএইচসিআর’র প্রধান অ্যান্টনিও গুতেরেস বলেন, মূল নাটকটা হল, মানুষ ভাবে মানবতা এই বিশৃঙ্খলা দূর করতে পারবে। এটা আর সম্ভব নয়।

তিনি বলেন, প্রতিদিনই ভোগান্তির শিকার মানুষের সংখ্যা বাড়ছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হল, এদের অনেককেই কোনো সহায়তা দেওয়ার উপায় নেই।

গুতেরেস জানান, ২০১৪ সালে প্রতিদিনই ৪২ হাজার ৫শ’ জন করে ঘরছাড়া মানুষের সংখ্যা বেড়েছে। ২০১৩ সালে এ বৃদ্ধির হার ছিল দিনে ৩২ হাজার।

প্রতিবেদনে জানানো হয়, ঘরছাড়া মানুষের মধ্যে শরণার্থীর সংখ্যা প্রায় দুই কোটি। এদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি শিশু।

শুধুমাত্র সিরিয়া সংকটের কারণেই চল্লিশ লাখ শরণার্থী ঘর ছেড়েছে। এছাড়া দেশের বাইরে যায়নি, তবে ঘরছাড়া হয়েছে এমন মানুষের সংখ্যা সেখানে প্রায় ৮০ লাখ।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে প্রতি ১২২ জনে একজন হয় শরণার্থী, না হয় আভ্যন্তরীন ঘরছাড়া, নতুবা অভিবাসন প্রত্যাশী।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।   

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here