কক্সবাজারের সদর, মহেশখালী ও টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ছয়জন মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই মানবপাচার মামলার পলাতক আসামি।
কক্সবাজার সদর মডেল থানা, মহেশখালী থানা ও টেকনাফ থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- বান্দরবান জেলার আলীকদম উপজেলার সাইকম এলাকার মোছন আলীর ছেলে মো. সাকের (২২), কক্সবাজারের মহেশখালী উপজেলার হাজিয়াকাটা এলাকার গোলাম বারীর ছেলে মো. হাসান (৩০), টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মৃত নবী হোসেনের ছেলে জামাল হোসেন (২৯) ও একই ইউনিয়নের কোয়ানছড়ি পাড়ার নুরুল ইসলাম ফকিরের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (৩৫), বাহারছড়া ইউনিয়নের জহির আহমদের ছেলে মোহাম্মদ আলম (২৮) ও হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ার মৃত গোলাম বারীর ছেলে আবদুল কুদ্দুস (৪৫)।
এদের মধ্যে মোহাম্মদ সাকের বান্দরবানের বাসিন্দা হলেও তিনি কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ায় হাসিনার বাড়ির পাশে বসবাস করছিলেন।
কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, গ্রেপ্তার সবাই মানবপাচার মামলার আসামি। তারা স্ব স্ব এলাকায় অবস্থান করে সমুদ্রপথে মানবপাচার করে আসছিলেন।
আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment