ভারতের বিপক্ষে টাইগারদের ম্যাচের আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন যারা !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 4, 2015

ভারতের বিপক্ষে টাইগারদের ম্যাচের আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন যারা !!!!!


টাইগারদের বিপক্ষে একটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের বাজে কিছু সিদ্ধান্তের কারণে ম্যাচ থেকে ছিটকে পড়ে মাশরাফি বাহিনী। তাই এবারের আসন্ন সিরিজের দায়িত্বে থাকছেন কোন কোন আম্পায়ার তা নিয়ে ক্রিকেট মহলে ছিল যথেষ্ট কৌতূহল।

কৌতূহল মিটিয়ে বাংলাদেশ-ভারত সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ৬ জন বাংলাদেশি ও ৩ জন বিদেশি আম্পায়ার রয়েছেন। একজন ম্যাচ রেফারিকেও রাখা হয়েছে সে তালিকায়।

চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট। দুই দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচ গুলো হবে ১৮, ২১ ও ২৪ জুন। চারটি ম্যাচের জন্য ম্যাচ রেফারির দায়িত্ব সামলাবেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।

বিসিবি থেকে জানানো হয়, ৬ জন দেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এনামুল হক মনি, শরফুদ্দৌলা ইবনে সৈকত, আনিসুর রহমান, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল ও তানভির আহমেদ। আর বিদেশি আম্পায়ার থাকছেন রড টাকার, নাইজেল লং ও কুমার ধর্মসেনা। একমাত্র টেস্টে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নাইজেল লং ও কুমার ধর্মসেনা। শরফুদ্দৌলা ইবনে সৈকত থাকবেন টিভি আম্পায়ার। আর চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন বাংলাদেশের সাবেক স্পিনার এনামুল হক মনি।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।   

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here