শিগগিরই ১ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 4, 2015

শিগগিরই ১ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ !!!!!


ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, জনগণকে ইন্টারনেট সেবা দিতে দেশের সবক’টি জেলার ১ হাজার ৬টি ইউনিয়নে ১১ হাজার অপটিক্যাল ফাইবার স্থাপন করা হচ্ছে। এছাড়া দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হয়ে শিগগিরই ব্যান্ডউইথ ক্যাপাসিটি ২০০ জিবিপিএস থেকে ১ হাজার ৩০০ জিবিপিএস-এ উন্নীত করা হবে। 

বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি একথা বলেন।

এছাড়া হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন, আইটি ভিলেজ ও সিলিকন সিটি স্থাপনের পরিকল্পনার কথাও বাজেট বক্তৃতায় উল্লেখ করেন অর্থমন্ত্রী।

তথ্যপ্রযুক্তি খাতের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবা নিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার জন্য ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া ৮ হাজার ৫০০টি পোস্ট-ই সেন্টার চালুর কার্যক্রম ২০১৭ সালের জুন মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা রাখি।

বাজেট বক্তৃতায় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে মুহিত বলেন, আপনি জেনে খুশি হবেন যে, আগামী বছরের মধ্যে মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট (বঙ্গবন্ধু স্যাটেলাইট-১) উৎক্ষেপণের স্লট নির্ধারণ ও চুক্তি সম্পাদন করেছি।

মন্ত্রী চলতি অর্থবছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য মোট ৩ হাজার ৫৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। এরমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জন্য প্রস্তাব করা হয়েছে ১ হাজার ২১৪ কোটি টাকা আর টেলিযোগাযোগ বিভাগের জন্য প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৩৭১ হাজার কোটি টাকা।

গত অর্থবছরে তথ্যপ্রযুক্তি খাতের ১ হাজার ২৮ কোটি টাকা প্রস্তাব করা হলেও সংশোধিত বাজেট গিয়ে দাঁড়ায় ৯৩৪ কোটি টাকায়। আর গত অর্থবছরে টেলিযোগাযোগ খাতে প্রস্তাব করা হয়েছিল ১ হাজার ২৯১ হাজার কোটি টাকা। কিন্তু বছর শেষে সংশোধিত বাজেট গিয়ে দাঁড়ায় ১ হাজার ৫১৪ কোটি টাকায়।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here