কলকাতা-ঢাকা- আগরতলা বাস সার্ভিসের যাত্রা উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টায় নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে এই বাস যাত্রার সূচনা হয়।
উদ্বোধন
করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের সম্পর্ক একদিনের নয়, এটা আমাদের আত্মার
সম্পর্ক। দুদেশকে আরো ভালো করে জানার জন্য এই বাসযাত্রা। আমাদের হৃদয়কে
দোলা দিতে দিতে যাবে এই বাস যাত্রা। এ এক অসাধারণ যাত্রা,পদ্মা নদীর ওপর
দিয়ে বাস সোজা চলে যাবে। এই যাত্রা যেন চিরস্থায়ী হয়,মহান হয়। আমরা
জলপথে,স্থলপথে আরো যুক্ত হব।'
তিনি আরো বলেন, 'এই
রকম আরো বাস যাত্রার প্রস্তাব দিয়েছি। এর মধ্যে রয়েছে রাজশাহী থেকে মালদা ও
শিলিগুড়ি থেকে ঢাকা। আজকের এই দিনটি ঐতিহাসিক।'
বাসযাত্রা
উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতাস্থ বাংলাদেশে উপহাইকমিশনার
জকি আহাদ, রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র প্রমুখ।
নবান্ন
থেকে ছেড়ে যাওয়া বাসে ৩৫ জন কলকাতার সাংবাদিকসহ ৪৫ জন যাত্রী রয়েছেন। এ
সাংবাদিকরা বাংলাদেশে সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবাদ কভার করবেন।
সংশ্লিষ্টরা
জানান, শনিবার বিকালে ঢাকা থেকে আগরতলার উদ্দেশে বাসটি যাত্রার সূচনা
করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment