আগামী এক মাস সব ধরনের কাঁচা পাট রফতানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় থেকে এ ধরনের একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মধ্যস্বত্বভোগীদের কারসাজি ঠেকানো এবং পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আইন অনুসারে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ৩ নভেম্বর থেকে এক মাস পর্যন্ত সব ধরনের কাঁচাপাট রফতানি বন্ধ রাখা হল। জনস্বার্থে এ আদেশ জারি করা হল।
মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে পাঁচ বছর ধরে প্রতি বছর গড়ে ৭৮ লাখ বেল পাট উৎপাদন হচ্ছে। এর মধ্যে ১৭ লাখ বেল রফতানি হয়। এতে প্রায় ২ হাজার কোটি টাকা আয় করে বাংলাদেশ। তবে মধ্যস্বত্বভোগীরা কাঁচাপাট মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ায়।
রফতানি উন্নয়ন ব্যুরো জানায়, ২০১১-১২ অর্থবছর ২৩টি দেশে ২২ লাখ ৮৪ হাজার বেল কাঁচা পাট রফতানি হলেও ২০১২-১৩ অর্থবছর ১৪৩টি প্রতিষ্ঠান ২০টি দেশে ২০ লাখ ৫৫ হাজার বেল পাট রফতানি করে। ২০১৩-১৪ অর্থবছর মাত্র ৯২টি প্রতিষ্ঠান ২০ দেশে ৯ লাখ ৮৪ হাজার বেল পাট রফতানি করে।
আগামী এক মাস সব ধরনের কাঁচা পাট রফতানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় থেকে এ ধরনের একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মধ্যস্বত্বভোগীদের কারসাজি ঠেকানো এবং পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আইন অনুসারে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ৩ নভেম্বর থেকে এক মাস পর্যন্ত সব ধরনের কাঁচাপাট রফতানি বন্ধ রাখা হল। জনস্বার্থে এ আদেশ জারি করা হল।
মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে পাঁচ বছর ধরে প্রতি বছর গড়ে ৭৮ লাখ বেল পাট উৎপাদন হচ্ছে। এর মধ্যে ১৭ লাখ বেল রফতানি হয়। এতে প্রায় ২ হাজার কোটি টাকা আয় করে বাংলাদেশ। তবে মধ্যস্বত্বভোগীরা কাঁচাপাট মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ায়।
রফতানি উন্নয়ন ব্যুরো জানায়, ২০১১-১২ অর্থবছর ২৩টি দেশে ২২ লাখ ৮৪ হাজার বেল কাঁচা পাট রফতানি হলেও ২০১২-১৩ অর্থবছর ১৪৩টি প্রতিষ্ঠান ২০টি দেশে ২০ লাখ ৫৫ হাজার বেল পাট রফতানি করে। ২০১৩-১৪ অর্থবছর মাত্র ৯২টি প্রতিষ্ঠান ২০ দেশে ৯ লাখ ৮৪ হাজার বেল পাট রফতানি করে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment