বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলা হবে না বাংলাদেশের !!!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, December 25, 2015

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলা হবে না বাংলাদেশের !!!!!!

 
বাংলাদেশকে বড় একটা ধাক্কাই দিয়েছে এশিয়া কাপের সূচি। প্রথমবারের মতো টি-টোয়েন্টির ফরম্যাটে হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচই হারানোর শঙ্কা মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসানদের সামনে।

আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশেই শুরু হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্ট শেষ হবে ৬ মার্চ। অন্য দিকে, বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দুটি হওয়ার কথা ৪ ও ৬ মার্চ। অর্থাৎ এশিয়া কাপের ফাইনালে উঠতে পারলে ভারতে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই ৯ মার্চ নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। প্রথম রাউন্ডে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও ওমান।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাইমুর রহমান জানান, অন্তত একটি প্রস্তুতি ম্যাচ হাতছাড়া হচ্ছে বাংলাদেশের।

“এশিয়া কাপেই আমাদের বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারলে ৬ মার্চের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিতে খেলতে পারব।”

এশিয়া কাপের ফাইনালে উঠলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময়টাও কমে যাবে বাংলাদেশের। এশিয়ার অন্য তিন টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার এই জটিলতা নেই। সরাসরি সুপার টেনে খেলার কারণে ফাইনালের পর প্রস্তুতি ম্যাচ খেলতেও কোনো অসুবিধা হবে না তাদের। 
 
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
বাংলাদেশকে বড় একটা ধাক্কাই দিয়েছে এশিয়া কাপের সূচি। প্রথমবারের মতো টি-টোয়েন্টির ফরম্যাটে হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচই হারানোর শঙ্কা মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসানদের সামনে।
আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশেই শুরু হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্ট শেষ হবে ৬ মার্চ। অন্য দিকে, বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দুটি হওয়ার কথা ৪ ও ৬ মার্চ। অর্থাৎ এশিয়া কাপের ফাইনালে উঠতে পারলে ভারতে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই ৯ মার্চ নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। প্রথম রাউন্ডে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও ওমান।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাইমুর রহমান জানান, অন্তত একটি প্রস্তুতি ম্যাচ হাতছাড়া হচ্ছে বাংলাদেশের।
“এশিয়া কাপেই আমাদের বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারলে ৬ মার্চের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিতে খেলতে পারব।”
এশিয়া কাপের ফাইনালে উঠলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময়টাও কমে যাবে বাংলাদেশের। এশিয়ার অন্য তিন টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার এই জটিলতা নেই। সরাসরি সুপার টেনে খেলার কারণে ফাইনালের পর প্রস্তুতি ম্যাচ খেলতেও কোনো অসুবিধা হবে না তাদের। - See more at: http://www.dailynayadiganta.com/detail/news/80200#sthash.xN6J4Dly.dpuf

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here