নকিয়া নামে মাইক্রোসফট একটি ফিচার ফোন বাজারে ছেড়েছে। এটি সাশ্রয়ী দামের। ফোনটির মডেল নকিয়া ২৩০। ডুয়েল সিমের এই ফোনটি দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে।
এই ফোনটিতে টাচস্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটি ভারত সহ এশিয়ায় পাওয়া যাচ্ছে।
নকিয়া নামের এই ফোনটির রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের। সঙ্গে আছে এলইডি ফ্লাশগান। ফোনটিতে মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে।
নতুন ফোন দুইটির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে নকিয়া সিরিজ ৩০+ । এতে বিল্টইন অপেরা ব্রাউজার স্টোর একসেস রয়েছে।
ফোনের ডিসপ্লে ২.৮ ইঞ্চির কিউভিজিএ এলসিডি ডিসপ্লে। টাচ স্ক্রিনের এই ডিসপ্লের রেজুলেশন ২৪০x৩২০ পিক্সেল। ফোনটিতে জিপিআরএস/এজ, ব্লুটুথ, মাইক্রোইউএসবি, ৩.৫ অডিও জ্যাক পোর্ট রয়েছে।
ব্যাটারি ১২০০ মিলিঅ্যাম্পায়ারের। মাইক্রোসফট দাবি করছে এই ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ দিলে সিঙ্গেল সিমে ২৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে সচল থাকতে পারবে।
ফোনটির মূল্য ৫৫ ডলার। ভ্যাট ও ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় মূল্য দাঁড়ায় ৪ হাজার ২৪৩ টাকা।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment