বাংলাদেশ জাতীয় দল কিংবা বিপিএলের আর কোনো খেলা নেই। আপাতত জাতীয় দলের ক্রিকেটারদের হাতে এখন অফুরন্ত সময়। সদ্য শেষ হয়েছে বিপিএলের তৃতীয় আসর। তাই আপাতত ক্রিকেট থেকে সাময়িক ছুটি নিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে এবং টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সোমবার নড়াইল এক্সপ্রেসের স্বপরিবারে ছুটি কাটাতে থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে।
প্রায় এক সপ্তাহ থাইল্যান্ডে থাকবেন
মাশরাফি। দেশসেরা এই ডানহাতি পেসারের সঙ্গে তার ছোট ভাই সিজারও থাইল্যান্ড
যাচ্ছেন বলে জানিয়েছেন মাশরাফি। ২০১৫ সালটা মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল
ওয়ানডে দুর্দান্ত পারফর্ম করছে। আর সর্বশেষ বিপিএলের তৃতীয় আসরে মাশরাফির
নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়নও হয়েছে।
২০১৫ প্রায় শেষের দিকে। বছরটি মূল্যায়ন
করতে গিয়ে মাশরাফি বলেন, ‘খুব ভালো একটি বছর গেছে বাংলাদেশের ক্রিকেটের
জন্য। যদিও আমাদের জার্নিটা অনেক কঠিন ছিল। তারপরও আমরা ভালোভাবে শেষ করতে
পেরেছি।’
তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে নড়াইল
এক্সপ্রেস বলেন, ‘যে যাই করুক না কেন, অবশ্যই সর্বোচ্চ চেষ্টা দিয়ে করতে
হবে। বাংলাদেশের যারা তরুণ ক্রিকেটার রয়েছে সবার সামনেই উজ্জল ভবিষ্যত। আমি
সবার জন্য শুভ কামনা জানাচ্ছি।’
আগামী বছর মার্চ-এপ্রিলে ভারতের বসবে টি২০ বিশ্বকাপের আসর। ওই আসরে বোলাদের জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছেও বলে জানান তিনি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া
নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment