পিএসএলে করাচি কিংসে খেলবেন সাকিব !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, December 21, 2015

পিএসএলে করাচি কিংসে খেলবেন সাকিব !!!!!


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আগামী বছরের ৪ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এই  টি-টোয়েন্টি প্রতিযোগিতায় করাচি কিংস ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

পিএসএলে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমারজিং- এই পাঁচটি ক্যাটাগরিতে। এর ভিত্তিতে ক্রিকেটারদের দামও নির্ধারণ করা হয়েছে। প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়দের দাম ধরা হয়েছে ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৯ লাখ টাকার মতো। নিলামে প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিবই রয়েছেন।

সোমবার লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমীতে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড- এই তিন ক্যাটাগরির খেলোয়াড়দের বেছে নিচ্ছে পাঁচ ফ্র্যাঞ্চাইজি। করাচি কিংস প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিবের সঙ্গে দলে নিয়েছে পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিককে ও পেসার সোহেল তানভীরকে। আর ডায়মন্ড ক্যাটাগরিতে ইমাদ ওয়াসিমকে।

প্লাটিনাম ক্যাটাগরিতে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদিকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। এই ক্যাটাগরিতে লাহোর কোয়াল্যান্ডার্সে গেছেন ক্যারিবিয়ান ব্যাটিং-দানব ক্রিস গেইল, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে কেভিন পিটারসেন।

প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে শুধু সাকিব থাকলেও ‘গোল্ড’ ক্যাটাগরিতে আছেন আরো পাঁচ ক্রিকেটার। তারা হলেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীস। গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য ৫০ হাজার ডলার।

সিলভার ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়। এই ক্যাটাগরির পারিশ্রমিক ২৫ হাজার ডলার।

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে পাঁচ ক্যাটাগরিতে মোট ৩১০ জন খেলোয়াড় রয়েছেন। এর মধ্যে পাকিস্তান থেকেই ১৩৮ জন। ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে ২৯ জন, ডায়মন্ডে ৬০ জন, গোল্ডে ১২৩ জন আর সিলভার ও ইমারজিং ক্যাটাগরিতে আছেন ৫৯ জন খেলোয়াড়।

অনেকটা বিপিএলের মতো খেলোয়াড়দের লটারি হচ্ছে। প্রথম তিনটি ক্যাটাগরি থেকে তিনজন করে খেলোয়াড় নিতে পারবে একেকটি দল। ইমার্জিং ক্যাটাগরি থেকে দুজনকে নিতেই হবে। সিলভার ক্যাটাগরি থেকে নেওয়া যাবে পাঁচজন। প্রত্যেকটি দলে কমপক্ষে চারজন করে বিদেশি খেলোয়াড় রাখার নিয়ম করেছে পিসিবি।  

প্লাটিনাম ক্যাটাগরিতে যে দলে যারা:
করাচি কিংস: সাকিব আল হাসান, শোয়েব মালিক, সোহেল তানভীর, ইমদাদ ওয়াসিম, রবি বোপারা, লেন্ডল সিমন্স
ইসলামাবাদ ইউনাইটেড: শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, মিসবাহ-উল-হক, স্যামুয়েল বদ্রি, মোহাম্মদ ইরফান, ব্র্যাড হাডিন
পেশোয়ার জালমি: শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: কেভিন পিটারসেন, সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, আনওয়ার আলী, জেসন হোল্ডার, লুক রাইক
লাহোর কোয়াল্যান্ডার্স: ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শোয়েব মাকসুদ

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।  

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here