চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে যাদের অবস্থান !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, December 10, 2015

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে যাদের অবস্থান !!!!!


শেষ হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সব খেলা। ইউরোপ সেরার লড়াইয়ে এখন সমর্থকদের চোখ শেষ ষোলোর লড়াইয়ে। দ্বিতীয় পর্বে নিজেদের জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা সহ প্রত্যাশিত প্রায় সব দলই। তবে গ্রুপ পর্বে বাজে পারফর্ম করে বাদ পড়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।

২০১৫-১৬ মৌসুমে শেষ ষোলো নিশ্চিত করা সর্বোচ্চ তিনটি করে দল সুযোগ পেয়েছে স্পেন ও ইংল্যান্ড থেকে। দুটি করে দল রয়েছে জার্মান ও ইতালি থেকে। এছাড়া একটি করে ক্লাব দ্বিতীয় পর্বে এসেছে ফ্রান্স, নেদারল্যান্ডস, পতুর্গাল, ইউক্রেন, রাশিয়া ও বেলজিয়াম থেকে। বেলজিয়ামের প্রথম কোন ক্লাব হিসেবে উয়েফা আসরের শেষ ষোলো নিশ্চিত করেছে জেন্ট।

নিচে কোন ক্লাব কোন গ্রুপ থেকে বিজয়ী ও রানার আপ হয়েছে তার একটি তালিকা দেওয়া হলো:

গ্রুপ ‘এ’-রিয়াল মাদ্রিদ (বিজয়ী-স্পেন), প্যারিস সেইন্ট-জার্মেই (রানার আপ-ফ্রান্স)।

গ্রুপ ‘বি’ - উলফসবার্গ (বিজয়ী-জার্মান), পিএসভি (রানার আপ-নেদারল্যান্ডস)।

গ্রুপ ‘সি’-অ্যাতলেটিকো মাদ্রিদ (বিজয়ী-স্পেন), বেনফিকা (রানার আপ-পতুর্গাল)।

গ্রুপ ‘ডি’-ম্যানচেস্টার সিটি (বিজয়ী-ইংল্যান্ড), জুভেন্টাস (রানার আপ-ইতালি)।

গ্রুপ ‘ই’-বার্সেলোনা (বিজয়ী-স্পেন), রোমা (রানার আপ-ইতালি)।

গ্রুপ ‘এফ’ -বায়ার্ন মিউনিখ (বিজয়ী-জার্মান), আর্সেনাল (রানার আপ-ইংল্যান্ড)।

গ্রুপ ‘জি’ -চেলসি (বিজয়ী-ইংল্যান্ড), ডায়নামো কিয়েভ (রানার আপ-ইউক্রেন)।

গ্রুপ ‘এইচ’-জেনিথ (বিজয়ী-রাশিয়া), জেন্ট (রানার আপ-বেলজিয়াম)।

শেষ ষোলোর ড্র কবে ও কোথায়?

আগামী সোমবার (১৪ ডিসেম্বর) উয়েফার প্রধান দফতর সুইজারল্যান্ডের নিয়নে শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে।

শেষ ষোলোর প্রথম ও দ্বিতীয় লেগের ম্যাচের সূচি:

২০১৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে শেষ ষোলোর প্রথম লেগের খেলা। একই মাসের ১৬-১৭ ও ২৩-২৪ তারিখে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে পরের মাসে (মার্চে)। মার্চের ৮-৯ ও ১৫-১৬ তারিখে খেলাগুলো মাঠে গড়াবে।

শেষ ষোলোর কিছু অত্যাবশ্যকীয় নিয়ম:

শেষ ষোলোতে স্বাভাবিক ভাবে ড্রয়ের মাধ্যমে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দলগুলো খেলবে রানার আপ দলগুলোর বিপক্ষে। তবে এ ক্ষেত্রে দুটি নিয়ম পালন করা হয়। একই দেশের ক্লাব ও গ্রুপ পর্বে খেলা দলগুলো দ্বিতীয় পর্বে মুখোমুখি হয়ে খেলতে পারবে না।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here