প্রাইম ব্যাংক লিমিটেড মাস্টার কার্ডের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে নিয়ে এসেছে নতুন কর্পোরেট মাস্টার কার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড।
সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে প্রাইম ব্যাংকের এই মাস্টার কার্ডটি সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরি, ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. তাবারক হোসেন ভুঁইয়া, মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ভাইস প্রেসিডেন্ট গীতাংক দত্তসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এই কার্ড এন্টারপ্রাইজ কার্ডহোল্ডারদের জন্য নিয়ে আসছে সেরা গ্রাহক সেবা। কনজিউমার কার্ডের অফারগুলোও এই কার্ডে রয়েছে। এই কার্ড দিয়ে বিশ্বজুড়ে গ্রাহকরা পাচ্ছেন ট্রাভেল, ডাইনিং এবং গলফ এ ১৩শ’ বেশি প্রিমিয়াম অফার। থাকছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিসহ কক্সবাজার ও সিলেটে মাস্টার কার্ডের সঙ্গে সম্পৃক্ত হোটেল ও রিসোর্টগুলোতে ফ্রি থাকার সুবিধা। এ ছাড়া থাকছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভিআইপি লাউঞ্জে বিশেষ কাস্টমার সার্ভিসসহ বিশ্বজুড়ে ৮৫০ টিরও বেশি বিমানবন্দরে অগ্রাধিকার পাসের ফ্রি মেম্বারশিপ। যা দেবে আনলিমিটেড ফ্রি অ্যাকসেস সুবিধা। থাকছে বছরে ২০টিরও বেশি লেনদেন করলে বাৎসরিক ফি ছাড়, ফ্রি সাপ্লিমেন্টারি কার্ড ও অন্যান্য সুবিধাসহ শপ এবং উইনের কাস্টমার লয়্যালটি প্রোগ্রামে ডাবল পুরস্কার।
সংবাদ সম্মেলনে আহমেদ কামাল খান চৌধুরী বলেন, ‘অক্লান্ত পরিশ্রমের পর প্রথমবারের মতো মাস্টার কার্ডটি বাজারে আনতে পেরে আমরা আনন্দিত। এই কার্ড গ্রাহকদের দেবে দেশের ভেতরে এবং বাইরে আশানুরূপ বিশেষ ও সেরা সুবিধাগুলো।’
তিনি জানান, মাস্টার কার্ড গ্রাহকরা পাবেন প্রাইম ব্যাংকের প্রিমিয়াম কাস্টমার সেগমেন্ট, ‘মোনার্কর’ সুবিধাগুলো। এর আওতায় গ্রাহকরা মোনার্ক প্রিমিয়াম লাউঞ্জে নিজস্ব রিলেশনশিপ ম্যানেজারের সাহায্যে ব্যাংকিং সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া এই কার্ডটি যারা গ্রহণ করবেন তারা পাবেন প্রথম বছর ফ্রি সার্ভিস এবং পরের বছর ৫ হাজার টাকা ফি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment