সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন। এর মধ্যে কোটি টাকার বেশি দামে প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তাকে দলে নিয়েছে করাচি কিংস। আর গোল্ড ক্যাটাগরিতে ৫০ হাজার ডলার দামে তামিমকে পেশোয়ার জালমি ও মুস্তাফিজকে নিয়েছে লাহোর কালান্ডার্স। তাই পাঁচ দলের টুর্নামেন্টে প্রথম দিনে বাংলাদেশের তিনজন ক্রিকেটার ভিন্ন তিনটি দলে স্থান পেয়েছেন।
দুই ক্যাটাগরিতে বাংলাদেশের তিন ক্রিকেটার
দল পেলেও টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, তরুণ ওপেনার সৌম্য সরকার ও
ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসকে ড্রাফটে অংশ নেওয়া পাঁচ দলের কেউ নেয়নি।
রোববার প্লাটিনাম, ডায়মন্ড ও গোল্ড ক্যাটাগরির প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সিলভার ও ইমার্জিং ক্যাটাগরির খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হবে।
সিলভার ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক,
ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়। এই ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ২৫ হাজার
ডলার করে।
প্লেয়ার ড্রাফটের প্রথম দিনে প্লাটিনাম,
ডায়মন্ড ও গোল্ড ক্যাটাগরি থেকে প্রত্যেক দল নির্ধারিত কোটা অনুযায়ী তিনজন
করে মোট নয়জন ক্রিকেটার বাছাই করে নেন। পাঁচ ক্যাটাগরির বাকি দুটি সিলভার ও
ইমার্জিং এর ড্রাফট মঙ্গলবার অনুষ্ঠিত হবে। দুই ক্যাটাগরি থেকে আরো অন্তত
৭জনকে নিতে হবে প্রত্যেক দলের। এর মধ্যে সিলভার ক্যাটাগরির ৫ জন ও ইমার্জিং
থেকে দুজনকে নিতে হবে দলগুলোর।
সংযুক্ত আরব আমিরাতে আগামী বছর ৪
ফেব্রুয়ারি শুরু হবে ৫ দলের এই টুর্নামেন্ট। যা ২৩ ফেব্রুয়ারি ফাইনালের
মধ্য দিয়ে শেষ হবে। পাকিস্তানের ১৩৭ ও ১৭১ জন বিদেশি ক্রিকেটার অংশ
নিচ্ছেন খেলোয়াড়দের লটারিতে। বিপিএলের মতো প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতেই
হচ্ছে খেলোয়াড় বাছাই প্রক্রিয়া।
প্লাটিনাম, ডায়মন্ড ও গোল্ড ক্যাটাগরিতে যে দলে যারা :
ইসলামাবাদ ইউনাইটেড : শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, মিসবাহ-উল হক, সামুয়েল বাদরি, মোহাম্মদ ইরফান, ব্রাড হাডিন, শারজিল খান, মোহাম্মদ সামি ও খালিদ লতিফ
করাচি কিংস : শোয়েব মালিক, সাকিব আল হাসান, সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, রবি বোপারা, লেন্ডল সিমন্স, মোহাম্মদ আমির, বিলাওয়াল ভাট্টি ও জেমস ভিন্স
পেশোয়ার জালমি : শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান, তামিম ইকবাল, জুনাইদ খান ও জিম আলেনবি
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স : কেভিন পিটারসেন, শরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, আনওয়ার আলী, জ্যাসন হোল্ডার, লুক রাইট, জুলফিকার বাবর, উমর গুল ও এল্টন চিগুম্বুরা
লাহোর কালান্ডার্স :
ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, ওমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ,
শোয়াইব মাকসুদ, মুস্তাফিজুর রহমান, কেভন কুপার ও ক্যামেরন দেলপোর্ট
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া
নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment