পাকিস্তান
সুপার লিগ (পিএসএল) এর প্রথম দিনের খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় বাংলাদেশের
তিন ক্রিকেটার দল পেয়েছেন। সাকিব আল হাসান সবার প্রথমে প্লাটিনাম
ক্যাটাগরিতে দল পান। এরপর মুস্তাফিজুর রহমান ও তামিম ইকবালকে বেছে নেয়
ফ্রেঞ্চাইজিরা।
দল পাওয়ার সুযোগ আছে বাংলাদেশের আরও চার
ক্রিকেটারের। এরা হলেন মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় ও
ইমরুল কায়েসের। এ চার ক্রিকেটারই সিলভার ক্যাটাগরিরর ক্রিকেটার। পারিশ্রমিক
২৫ হাজার ডলার।
সোমবার প্লাটিনাম, ডায়মন্ড ও গোল্ড
ক্যাটাগরির খেলোয়াড়দের দলে নিয়েছে পিএসএলের পাঁচ ফ্রেঞ্চাইজি। সোমবার পাঁচ
ক্যাটাগরির ৩১০ ক্রিকেটারদের মধ্যে তিন ক্যাটাগরির ২১২ ক্রিকেটারদের বাছাই
হয়েছে। এতে দল পেয়েছে মাত্র ৪৫ ক্রিকেটার। মঙ্গলবার সিলভার ও ইমারজিং
ক্যাটাগরিতে থাকা ৫৯ জন খেলোয়াড়ের বাছাই প্রক্রিয়া হবে। এ ক্যাটাগরি থেকে
পাঁচ ক্রিকেটারকে নিতে পারবে দলগুলো। অবশ্য দুজন ইমারজিং ক্রিকেটারকে নেওয়া
বাধ্যতামূলক।সিলভার ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের চার ক্রিকেটার দল পেতে
আশায় বুক বাঁধতেই পারেন!
মঙ্গলবার বাংলাদেশ সময় ১১.৪০ মিনিটে পিএসএলের দ্বিতীয় দিনের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু হবে।
প্রসঙ্গত, সাকিব আল হাসানকে ১ লাখ ৪০
হাজার ডলার ব্যয়ে দলে নিয়েছে করাচি কিংস। গোল্ড ক্যাটাগরির প্রথম রাউন্ডে
বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বেছে নেয় লাহোর কোয়াল্যান্ডার্স। একাই
রাউন্ডের সবার শেষে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে বেছে নেয় পেশোয়ার জালমি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া
নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment